বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের। কিন্তু তা হয়নি। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। এই হার নিয়ে ভাবতে নারাজ টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। তিনি মনে করেন, মেগা টুর্নামেন্টের আগে ছেলেরা ঠিক পথেই এগোচ্ছে।
ম্যাচের পর দ্রাবিড় জানান, ম্যাচ হারলেও তিনি চিন্তিত নন। দলের প্রত্যেক ক্রিকেটার সঠিক ম্যাচ টাইম পাচ্ছেন কিনা, সেটাই আসল ব্যাপার। যে যত বেশি খেলার সুযোগ পাবেন, তার আত্মবিশ্বাস বেশ থাকবে। দলের উন্নতি হবে। মনে করছেন কোচ রাহুল দ্রাবিড়।
কে এল রাহুল, জসপ্রীত বুমরারা চোট কাটিয়ে দলে ফিরেছেন। রানে ফিরেছেন শ্রেয়স আইয়ারও। অক্ষর প্যাটেল চোট পাওয়া নিয়ে চিন্তা ছিল শিবিরে। তিনি বাদ পড়লে, হাতে থাকবে রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বোলিং দেখে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট। তাই অশ্বিনকেও দলে রাখা হতে পারে। দ্রাবিড় মনে করছেন, ক্রিকেটাররা এই ফর্মে থাকলে, দেশের মাটিতে ফের বিশ্বজয় সম্ভব ভারতের।