মঙ্গলবারের দক্ষিণ আফ্রিকা ভারতীয় ক্রিকেটের নতুন সচিনকে দেখেছে। প্রাক্তনদের দাবি, সিংহদেশ থেকে ভারতীয় ক্রিকেট নতুন বুমরাকেও পেয়ে গেল। সেই ছেলে হলেন ১৯ বছর পাঁচ দিনের রাজ লিম্বানি। যাঁর দেশের বাড়ি থেকে পাকিস্তান যেতে সময় লাগে মাত্র ২৭ কিলোমিটার।
টেনিস বলে হয়েছিল শুরুটা। ২০১৭ সালে প্রথম লাল বল হাতে উঠেছিল। কচ্ছের দয়াপার গ্রামের এই ছেলে লেখাপড়ার জন্য নয়, স্রেফ ক্রিকেট খেলবেন বলে ভাদোদরায় এসেছিলেন। কারণ বসন্ত লিম্বানি বুঝেছিলেন, গ্রামে থাকলে এই তাঁর ছেলে হারিয়ে যাবেন।
ডান হাতে বল করেন। ব্যাট করেন বাঁ-হাতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেনোনি পার্কে বল হাতে তিন উইকেট নেওয়ার পর চাপের মধ্যে ব্যাট করতে এসেছিলেন। কিন্তু বাইশ গজে রাজ করলেন লিম্বানি। তাঁর একটা ওভার বাউন্ডারিতে ২০১৬ থেকে ২০২৪ এই সময়কালে পরপর যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। যা রেকর্ড।