বিশ্বকাপের সময় একাধিক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। তার মধ্যে বেশ কিছু মন্তব্য নিয়ে হাসির রোল উঠেছে ক্রিকেটমহলে। ফের তেমনই মন্তব্য পাকিস্তানের প্রাক্তন বোর্ড চেয়ারম্যান রামিজ রাজার। তাঁর দাবি ক্রিকেট নিয়ে নয়, ফুটবল নিয়ে। জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কী খাবেন, তা ঠিক করে দেন নাসার বিজ্ঞানী।
পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে রামিজ ক্রিকেটারদের পুষ্টি নিয়ে আলোচনায় যোগ দেন। সেই অনুষ্ঠানেরই একটি অংশ ভাইরাল হয়। রামিজ জানান, রোনাল্ডোর ডায়েট প্ল্যান তৈরি করে দেন নাসার এক বিজ্ঞানী।
ক্রিকেট বিরাট কোহলির মতো ফুটবলে ফিটনেসের অন্যতম সেরা নাম রোনাল্ডো। ডায়েট নিয়েও সচেতন রোনাল্ডো। রোনাল্ডোকে দেখেই পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস শেখার পরামর্শ দেন রামিজ রাজা। আর তাতেই এমন মন্তব্য করেন তিনি।