রঞ্জি ট্রফিতে প্রথম জয় পেল বাংলা। অসমের বিরুদ্ধে ইনিংস এবং রানের ব্যবধানে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার পথ প্রশস্ত করল মনোজ তিওয়াড়িরা। এই ম্যাচে জেতার ফলে ৭ পয়েন্ট ঘরে তুলল দল।
প্রথম ইনিংসে ১০৩ রানে শেষ হয়ে যায় অসম। জবাবে বাংলা তোলে ৪০৫ রান। ৩০২ রানে পিছিয়ে পড়লেও যথেষ্ট চেষ্টা করে অসম। কিন্তু বাংলার বোলারদের দাপটের কাছে শেষ পর্যন্ত ঘরের মাঠে পরাস্ত হতে হয় অসমকে। একাই পাঁচটা উইকেট নেন বাংলার বোলার সুরজ সিন্ধু জয়সওয়াল।
আরও পড়ুন - অলি পোপের দূরন্ত ইনিংস, ৪২০ রানে শেষ ইংল্যান্ড, ভারতকে ২৩১ রানের টার্গেট
অসম দ্বিতীয় ইনিংসে ১৪০ রান তোলে। কিন্তু ম্যাচ বাঁচানোর জন্য বড় রান তুলতে পারেননি অসমের ব্যাটাররা। ফলে সহজ জয় পেয়ে যায় বাংলা।