রঞ্জি ট্রফিতে বাংলার বোলারদের চাপে বিপর্যস্ত অসম। মাত্র ৯৯ রানেই ৮ উইকেট হারিয়েছে অসম। এর মধ্যে বাংলার বোলার মহম্মদ কাইফ এবং সূরজ সিন্ধু জয়সওয়াল তিনটে করে উইকেট নিয়েছেন। আর বাকি দুটো উইকেট নিয়েছেন অঙ্কিত মিশ্র।
শুক্রবার শুরুটা ভাল হয়নি বাংলার। টসে হেরে ব্যাট করতে নামেন মনোজরা। কিন্তু শুরুতেই চার ব্যাটার আউট হয়ে যান। এরপর ম্যাচের হাল ধরেন অধিনায়ক মনোজ তিওয়ারি।
আরও পড়ুন - রেকর্ড গড়লেন সাবালেঙ্কা, পরপর দুবার জয় পেলেন অস্ট্রেলিয়ান ওপেনে
মনোজ আর অনুষ্টুপের দুর্দান্ত পার্টনারশিপে বড় রান তুলে নেয় বাংলা। অনুষ্টুপ ১২৫ রান করে আউট হয়ে যান। এরপর মনোজের শতরান ইনিংস এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় দিনের শেষে ৩০৬ রানের লিড বাংলার।