উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ৫০ রানে পিছিয়ে গেল বাংলা। তৃতীয় দিনের শেষে খেলা হল মাত্র ৩৪ ওভার। ম্যাচের অনেকটা সময় খেলা হয়নি। দেরিতে শুরু হয় ম্যাচ। তৃতীয় দিনে উত্তরপ্রদেশের রান ৪ উইকেটে ১৭৮।
বাংলা প্রথম ইনিংসে ১২৮ রানে লিড নেয়। তৃতীয় দিনে উইকেটের চরিত্রের অনেকটাই পরিবর্তন হয়েছে। ওপেনার সমর্থ সিং ৫৪ রান করেন। অন্য ওপেনার আরিয়ান জুয়েল ৪২ রান করেন। দুজকেই ফেরান শামির ভাই মহম্মদ কাইফ। প্রিয়ম গর্গকেো আউট করেন তিনি। নীতিশ রানা ৪৭ রানে ক্রিজে অপরাজিত।
প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন মহম্মদ কাইফ। দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন ৩ উইকেট। ব্যাটেও ৪৫ রান করেন তিনি। কাইফের অলরাউন্ড পারফরম্যান্স নজর কাড়তে পারে নির্বাচকদেরও।