দীর্ঘ ২ বছর পর আইপিএলে সমাপ্তি অনুষ্ঠান (IPL Closing Ceremony)। জমকালো হবে, সেটা অনুমান করা গিয়েছিল। কিন্তু এবার সমাপ্তি অনুষ্ঠানের জাঁকজমক তুলনায় অনেকটাই বেশি ছিল। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে দারুণ মুহূর্তের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। ১ লক্ষ ১৩ হাজার দর্শকের সামনে পারফর্ম করলেন রণবীর সিং (Ranveer Singh) ও এ আর রহমান (AR Rehman)। দর্শকাসনে বসে খেলা দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর স্ত্রী।
শুরুটা হয়েছিল কপিল দেবের বায়োপিক '৮৩'-এর গান দিয়ে। গানের নাম 'ইন্ডিয়া জিতেগা'। এরপর ব্য়ান্ড বাজা বরাত, গুন্ডে ছবির 'তুনে মারি এন্ট্রি' গানে মাতালেন সবাইকে। লাল, নীল, রুপোলি, হলুদ ব্লেজারে রঙিন মুহূর্ত উপহার দিলেন রণবীর। এদিকে এ আর রহমান মঞ্চে এসে মা তুঝে সেলাম, সড্ডা হক, জয় হো গানে পারফর্ম করলেন।
আরও পড়ুন: আইপিএলের অনুষ্ঠানে বড় চমক রণবীর সিং, প্রকাশ্যে অভিনেতার মহড়ার ভিডিয়ো
দেখানো হল ভারতীয় ক্রিকেটের বিবর্তন। বিজয় মার্চেন্ট থেকে, মনসুর আলী খান পতৌদি, অজিত ওয়াদেকর থেকে সুনীল গাভাসকর, কপিল দেব থেকে সচিন, সৌরভ, মহেন্দ্র সিং ধোনির হাতে কীভাবে দেশের দায়িত্ব এসেছে। শেষ হল রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম দিয়ে।
এদিন অনুষ্ঠানে ছিলেন বলিউডের তরুণ গায়িকা নীতি মোহন। ছিলেন অভিনেতা অক্ষয় কুমার ও মানুষী চিল্লারও।