সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও হট ফেভারিট হয়েই মাঠে নামবে ভারত। আগাম বাজি প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। তাঁর মতে, গত দু-দেড় বছরে সাদা বলে যে ভাবে রোহিত শর্মারা দাপিয়ে খেলছেন, তাতে এখন থেকেই বলা যায় ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারত-ই।
যদিও ঘরের মাঠেও চ্যাম্পিয়ন হওয়ার বাজি সবাই ভারতের পক্ষেই ধরেছিলেন। সেই ব্যাপারে শাস্ত্রীর মত, একটা খারাপ দিনকে কখনও মনে রাখতে নেই। বরং মনে রাখা উচিত এই বিশ্বকাপে ভারত যে ক্রিকেট খেলেছে, তার কথা। শাস্ত্রীর মতে, একটা বিশ্বকাপ পেতে সচিন তেন্ডুলকরকে বিশ বছর অপেক্ষা করতে হয়েছিল। হয়তো রোহিতকেও অপেক্ষা করতে হবে।
যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ততদিন রোহিতের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড অপেক্ষা করবে কীনা, সেই প্রশ্ন থাকছে। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের থেকে ব্যাটন এখন হার্দিকের হাতে। তাই তাঁর প্রিয় ছাত্রের উপর আস্থা দেখাচ্ছেন শাস্ত্রী। তাই তিনি দেখতে পারছেন, আর কয়েকদিন পরেই বিশ্বকাপ উঠছে ভারতের হাতে।