আগামী বছর কলেবরে বাড়তে চলেছে আইপিএল (IPL 2023)। ৮ থেকে বেড়ে ১০টি দল হয়েছে। ফলে ম্যাচের সংখ্যাও অনেক বেড়েছে। দর্শক ফিরেছে মাঠে। তাই প্রাণ ফিরেছে টুর্নামেন্টে। তবে আগামী বছর একবার নয়, দুবার আইপিএল হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
এবার আইপিএল ২ মাসের ওপর চলেছে। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। আগামী আইপিএলে নতুন কিছু আনতে পারে বোর্ড। রবি শাস্ত্রীর মতে, দ্বিপাক্ষিক T20 সিরিজ কমিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওপর জোর দেওয়া উচিত। তাঁর দাবি, T20 ম্যাচকে সীমাবদ্ধ রাখা হোক বিশ্বকাপে। রবি শাস্ত্রী বছরে দুটি করে আইপিএল আয়োজনের ইঙ্গিত দিয়েছেন। দ্বিপাক্ষিক সিরিজের থেকে ক্লাব ক্রিকেটে নজর দিলে মানুষ ক্রিকেটের প্রতি আগ্রহ দেখাবে।
আরও পড়ুন: ডায়মন্ড হারবারের হাত ধরে ফের ময়দানের কোচ কিবু ভিকুনা
গত বছর T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কোচ ছিলেন শাস্ত্রী। তবে সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় টিম ইন্ডিয়া। অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। শাস্ত্রীর মতে, দ্বিপাক্ষিক সিরিজের থেকে ক্লাব ক্রিকেটে নজর দিলে মানুষ ক্রিকেটের প্রতি আগ্রহ দেখাবে।