'ডু ইট ফর দ্রাবিড়'। T20 বিশ্বকাপ ফাইনালের আগে এই ক্যাম্পেনই চলছে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে হার। ২০০৭ বিশ্বকাপে বিদায়। দেশের অন্যতম কিংবদন্তী দ্রাবিড়কে কাপ এনে দিক রোহিত-বিরাটরা। আবেগে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। এবার এই ক্যাম্পেন নিয়ে মুখ খুললেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এই ক্যাম্পেন থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য দ্রাবিড়ের প্রশংসায় রবিচন্দ্রন অশ্বিন। স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে দ্রাবিড়কে প্রশ্ন করা হয় এই ক্যাম্পেন নিয়ে। দ্রাবিড় জানিয়ে দেন, তিনি এসবে বিশ্বাস করেন না। অন্য কারও জন্য কেন! নিজের জন্য জয়ই আসল।
এক্স প্ল্যাটফর্মে অশ্বিন লেখেন, "এই ধরনের ক্যাম্পেনে টিমের ভাল পরিবেশ, টিম স্পিরিট নষ্ট হয়ে যায়। আমি ওকে ভাল করে চিনি। ক্লাসিক রীতি মেনে ওই বক্তব্যকে খারিজ করে দিয়েছেন। আরও একবার লড়তে হবে আমাদের।"
দ্রাবিড়ের আমলে ২০২২ সালে T20 বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে বিদায় নেয়। ওয়ানডে বিশ্বকাপও দুবার ফাইনালে উঠেও, ব্যর্থ হয়েছেন। ২০০৩ ও ২০২৩। একবার ক্রিকেটার হিসেবে আর গতবার কোচ হিসেবে।