শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজে পিছিয়ে থেকে এই ম্যাচ খেলতে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে বুধবার প্রকাশিত আইসিসির ক্রমতালিকায় ভারতীয়দের দাপট বজায় রইল। টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গাটা রয়ে গেল রবিচন্দ্রণ অশ্বিনের নামে। তবে ব্যাটারদের তালিকায় প্রথম দশে একমাত্র বিরাটের নাম।
এই ক্রমতালিকায় চমক দিয়েছেন ইংলিশ ক্রিকেটার অলি পোপ। ভারতের বিরুদ্ধে ১৯৬ রান করায় তিনি উঠে এলেন ১৫ নম্বরে। হায়দরাবাদ টেস্ট না খেললেও বিরাট রয়েছেন ছয় নম্বরে। এক নম্বর টেস্ট ব্যাটার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
বোলারদের তালিকায় এক নম্বরে অশ্বিন। চার নম্বরে এসেছেন জসপ্রীত বুমরা। ছয় নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ৩ ভারতীয়। এক ও দুই নম্বরে যথাক্রমে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।