আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (No 1 All Rounder Ravindra Jadeja)। বুধবার আইসিসির নতুন প্রকাশিত তালিকায় জানা গিয়েছে, ৪০৬ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে আছেন জাদেজা। দুয়ে নেমে গিয়েছেন জেসন হোল্ডার (Jason Holder)।
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ১৭৫ রানে অপরাজিত ছিলেন জাদেজা। নিয়েছিলেন ৯ উইকেটও। ওই টেস্টের পরই অলরাউন্ডার তালিকায় জেসন হোল্ডারকে সরিয়ে শীর্ষে আসেন তিনি। অলরাউন্ডার তালিকায় তিনে নামলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
আরও পড়ুন: বৈধ হতে চলেছে 'মানকাডিং', সঙ্গে আরও একগুচ্ছ নিয়ম বদল ক্রিকেটে
আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচে উঠলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৬ রানের ইনিংসের পর ১০ নম্বরে উঠে এলেন ঋষভ পন্থও। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ছয়ে নামলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।