২০১৯ সালের পর প্রায় ৪২ ইনিংস বাদে ভারতের(India) রান ৫০০-এর গন্ডি পেরোলো। সৌজন্যে রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) অনবদ্য ব্যাটিং। বলা ভালো, জাডেজাই প্রথম টেস্টের(Mohali Test) দ্বিতীয় দিনেই ভারতকে জয়ের স্বপ্ন দেখিয়ে দিলেন।
প্রথম দিনের শেষে ভারতের(India) স্কোর ছিল ৩৫৭-৬। প্রথম ইনিংসে ৫০০ রানের গণ্ডি পেরোনোর নায়ক সেই জাদেজা(Ravindra Jadeja)। শুধু তাই নয়, সাত নম্বরে ব্যাট করতে নেমে জাডেজা ভেঙে দিলেন ভারতের হয়ে কপিল দেবের(Kapil Dev) করা সর্বোচ্চ ১৬৩ রানের রেকর্ড। শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে ১৯৮৭ সালে কানপুর টেস্টে(Kanpur Test) এই রেকর্ড গড়েছিলেন কপিল।
আরও পড়ুন- Shane Warne: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ওয়ার্নের, জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
জাডেজা(Ravindra Jadeja) সাত নম্বরে ব্যাট করা প্রথম খেলোয়াড়, যিনি কিনা একই ম্যাচে তিনটি ১০০ রানের পার্টনারশিপ গড়েছেন। প্রথম পার্টনারশিপ হয় ঋষভ পন্থের(Rishabh Pant) সঙ্গে, তারপর অশ্বিন(Ashwin) এবং শামির(Shami) সঙ্গেও ১০০ রানের পার্টনারশিপ গড়ে জাডেজা(Ravindra Jadeja) দলকে পৌঁছে দেন বিরাট এক লক্ষ্যমাত্রায়।
এদিকে দ্বিতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ফেলেছেন শ্রীলঙ্কা। তারা এখনও ৪৬৬ রানে পিছিয়ে। বড় কোনও অঘটন না ঘটলে, দ্বিতীয় দিনের শেষেই ফয়সালা ইঙ্গিত দিচ্ছে মোহালি।