আশঙ্কাই সত্যি হল। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। হাঁটুর চোটই ডোবালো এই তারকা ক্রিকেটারকে। জাদেজার বদলে দলে এলেন অক্ষর প্যাটেল।
জানা গিয়েছে, জাদেজার চোট রয়েছে। তাঁকে এশিয়া কাপের বাকি ম্যাচে পাওয়া যাবে না। আগামী রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে ভারতের। তার আগে জাদেজার না থাকা দলের কাছে একটা বড় সমস্যা। শেষ পাক ম্যাচে জাড্ডুর ৩৫ রানের ইনিংস সবদিক থেকেই নজর কেড়েছিল। বল হাতে একটি উইকেটও পান তিনি।
আরও পড়ুন- AIFF Election : কল্যাণময় ভারতীয় ফুটবল, ভাইচুংকে হারিয়ে দিল্লির দরবারে বাংলার প্রাক্তন গোলকিপার
এই নিয়ে ষষ্ঠ বার এশিয়া কাপ খেলছিলেন জাডেজা। ২০১০ সালে প্রথম বার এশিয়া কাপ খেলতে নেমে চার উইকেট নেন তিনি। ২০১২-তে একটি উইকেট পান। ২০১৪-য় সাতটি, ২০১৬-য় তিনটি এবং ২০১৮-য় সাতটি উইকেট নেন তিনি। এ বার এখনও পর্যন্ত একটি উইকেট পেয়েছেন তিনি। পাঠান সমস্ত উইকেটই পেয়েছিলেন ৫০ ওভারের ফরম্যাটে। জাডেজা ৫০ ওভারের পাশাপাশি ২০ ওভারের ফরম্যাটেও উইকেট পেয়েছেন তিনি।