টানা পাঁচ ম্যাচে জয়। দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানতাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১৪০ রানে শেষ হয়ে গেল দিল্লির ইনিংস। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল আরসিবি। প্লে-অফের লড়াইয়ে আরও ভাল জায়গায় পৌঁছে গেলেন বিরাটরা।
স্লো ওভার রেটিংয়ের জন্য এক ম্যাচ নির্বাসিত ঋষভ পন্থ। রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল। আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি ব্যার্থ হলেও ১৩ বলে ২৭ রান আসে বিরাটের ব্যাটে। ২৯ বলে ৪১ রান করেন উইল জ্যাকস। ৩২ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রজত পাতিদারও। ৮৮ রানের পার্টনারশিপ করেন জ্যাকস ও পাতিদার। শেষদিকে ৩২ রান করে অপরাজিত ছিলেন ক্য়ামেরুন গ্রিন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে আরসিবি।
রান তাড়া করতে নেমে ৩০ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। ডেভিড ওয়ার্নার, অভিষেক পোড়েল, ম্যাকগুর্ক ও কুমার কেশাগ্র ফিরতেই দিল্লির ব্য়াটিং লাইন আপে ধস নামে। শাই হোপ ও অধিনায়ক অক্ষর বড় পার্টনারশিপ করার চেষ্টা করেন। ৩৯ বলে ৫৭ রান করে অক্ষর। ২৩ বলে ২৯ রান করেন শাই হোপ। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি তাঁরা।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ। ৩.১ ওভারে ২০ রান দিয়ে যশ দয়াল তুলে নেন ৩ উইকেট। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন লকি ফার্গুসন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট ক্যামেরুন গ্রিনের।