মেয়েদের প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টসকে ৮ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ উইকেটে ১০৭ রান করে বেথ মুনির দল।
বেঙ্গালুরুর বোলিংয়ের সামনে বড় ইনিংস খেলতে পারেনি গুজরাত। হার্লিন দেওল ২২ রান করেন। হেমলতা ৩১ রান করেন। গুজরাতের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। বেঙ্গালুরুর হয়ে তিন উইকেট নেন সোফি মোলিনাক্স।
আরও পড়ুন: বিসিসিআই-এর 'ধমক'-এ সিদ্ধান্ত বদল, রঞ্জি সেমিফাইনালে খেলবেন শ্রেয়স আইয়ার
সহজেই গুজরাত জায়ান্টসের রান তাড়া করে ফেলেন স্মৃতি মান্ধানারা। ২৭ বলে ৪২ রান আসে স্মৃতির ব্যাট থেকে। সব্বিনেনি মেঘনা ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন। সহজেই রান তুলে WPL-এ সহজ জয় পেল আরসিবি।