আইপিএলে ফের জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রবিবার আহমেদাবাদে ২৪ বল বাকি থাকতেই গুজরাত টাইটান্সকে ৯ উইকেটে হারাল আরসিবি। ৪১ বলে সেঞ্চুরি করলেন উইল জ্যাকস। ৪৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকলেন বিরাট কোহলিও।
রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। ঘরের মাঠে দারুণ ব্যাটিং করেন শাহরুখ খান ও সাই সুদর্শন। ৪৯ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন সুদর্শন। ৩০ বলে ৫৮ রান করেন শাহরুখ। ১৯ বলে ২৬ রান আসে ডেভিড মিলারের ব্যাটেও। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে গুজরাত।
জবাবে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে ছিলেন অধিনায়ক ফাফ দুপ্লেসি। ১২ বলে ২৪ রান করেন তিনি। কিন্তু বিরাট ও উইল জ্যাকস খেলা ধরে নেন। বিরাট কোহলির ৭০ রানের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। ৪১ বলে ১০০ রান তোলেন উইল জ্যাকস। ১০টি ছয় ও ৫ টি বাউন্ডারি আসে তাঁর ব্যাটে। বাউন্ডারি থেকেই এল ৮০ রান। ১৬ ওভারে ম্যাচ বের নেন বিরাটরা।