চার ম্যাচ পর প্রথম হার সানরাইজার্স হায়দরাবাদের। অন্যদিকে এই মরশুমের দ্বিতীয় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে এই মরশুমে জিতেছিল আরসিবি। রাজীব গান্ধী স্টেডিয়ামে ফর্মে থাকা কামিন্স ব্রিগেডকে ৩৫ রানে হারালেন বিরাটরা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে একেবারেই ভুল করেননি আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বিরাট ও ডুপ্লেসি শুরুতেই ঝড় তোলেন। উইল জ্যাকস ৬ রানে ফিরলেও রজত পাতিদার সানরাইজার্সের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন। ২০ বলে হাফসেঞ্চুরি তাঁর। ২০ বলে ৩৭ রান করেন ক্যামেরুন গ্রিনও। ২০৬ রান তোলে আরসিবি।
গত তিন ম্যাচে ২৫০ রানের গণ্ডি পার করা সানরাইজার্সের কাছে এই টার্গেট খুব কঠিনও ছিল না। ১৩ বলে ৩১ রান তোলেন ওপেনার অভিষেক শর্মা। কিন্তু ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামা ট্রেভিস হেড এদিন ব্যর্থ হন। প্রথম ওভারেই তাঁর উইকেট হারায় সানরাইজার্স। তিন নম্বরে নেমে ফেরেন আইডেন মারক্রমও। ১০ ওভারে ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স। শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স চেষ্টা করেছিলেন। ১৩তম ওভারে কামিন্স আউট হওয়ার পর ম্যাচের রাশ চলে যায় আরসিবির হাতে।
আরসিবির হয়ে ২টি করে উইকেট করন শর্মা, স্বপ্নিল সিং ও ক্যামেরুন গ্রিনের। একটি করে উইকেট তুলে নিয়েছেন যশ দয়াল ও উইল জ্যাকস।