ন'বছরের মধ্যে এই প্রথমবার। অধিনায়ক বিরাট কোহলিকে(Virat Kohli) ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্রতিদ্বন্দ্বিতা করবে। কোহলির অবর্তমানে অভিজ্ঞ ফাফ ডু-প্লেসিস(Faf du Plessis) এই মরসুমে আরসিবিকে(RCB) নেতৃত্ব দেবেন।
আইপিএল ২০২২(IPL 2022) মেগা নিলামে আরসিবি(RCB) তাদের স্কোয়াডকে নতুন করে সাজিয়েছে। গত মরসুমের ম্যাচ বিজয়ী হার্শাল প্যাটেলকে(Harshal Patel) ১০.৭৫ কোটি টাকায় কিনেছে আরসিবি।
আইপিএল ২০২২-এর জন্য আরসিবির সম্ভাব্য একাদশ
ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরোর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ, এবং হ্যাজেলউড।
২৭ মার্চ মুম্বইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে(DY Patil Stadium) আরসিবি তাদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের(Punjab Kings) মুখোমুখি হবে।