২৫ দিন পর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরছে আইপিএল। অ্যাওয়ে ম্যাচের সব ম্যাচ কাটিয়ে ফের ঘরের মাঠে খেলবে আরসিবি। আইপিএলে প্লে-অফে উঠে গিয়েছে গুজরাত টাইটান্স। রবিবার বিরাটদের বিরুদ্ধে নামবেন হার্দিক পান্ডিয়ারা।
গত ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় বিরাটরা। কিন্তু শেষ ম্যাচে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে আরসিবিকে। তবে দারুণ ফর্মে আছেন অধিনায়ক ফাফ দুপ্লেসি ও বিরাট কোহলি। গত ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট নিজে। আর পার্পল ক্যাপের দখল রেখেছেন দুপ্লেসি। এবার প্লে-অফে ওঠার জন্য এই ম্যাচে জিততেই হবে বিরাটদের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এই মরশুমে প্রথম থেকেই দারুণ ছন্দে। পরপর জিতে প্রথম টিম হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। ফর্মে আছেন শুভমান গিল, রশিদ খান, মহম্মদ শামি ও হার্দিক নিজে। এই ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় গুজরাতও।