চলতি বছর মেয়েদের আইপিএল জয়ী আরসিবি। প্রত্যাশার চাপ ছিল বিরাটদের মাথায়। এবার টুর্নামেন্টের শুরুতে এই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল আরসিবি। এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে প্লে-অফে যোগ্যতা অর্জন। শুধু তাই নয়, টানা ৬ ম্যাচ জিতে প্লে-অফে উঠল আরসিবি। চেন্নাই ম্যাচ জিতে বিরাটের চোখেও তাই দেখা গেল জল।
মরশুমের শুরুতে শুধুমাত্র পঞ্জাব কিংসের বিরুদ্ধেই জিতেছিল টিম। এরপর প্রত্যেক ম্যাচে লড়াই করেও হার। কলকাতার বিরুদ্ধে মাত্র ১ রানে হার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ রানে হার, রাজস্থানের বিরুদ্ধে ৬ রানে হার। এভাবেই তীরে এসে তরী ডুবে যায় আরসিবির।
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পরই শুরু হয় বিরাটদের উত্থান। ওই ম্যাচে জয়ের পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে নেন বিরাটরা। এরপর পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচে ১৮ রানে জিততেই হত বিরাটদের। ২৭ রানে জিতে প্লে-অফে যোগ্যতা অর্জন করলেন বিরাটরা।