আজ রাখি পূর্ণিমা। আজকের দিনটা ভার্তৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার দিন। এমন দিনে একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কী পোস্ট ?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে বিরাট কোহলি ও আরসিবি গার্ল শ্রেয়াঙ্কা পাটিলের একটি করে ছবি নিয়ে কোলাজ করা হয়েছে।
ছবিতে বিরাটকে দেখা যাচ্ছে বৃষ্টি থেকে নিজের ব্যাট বাঁচাতে জার্সির ভেতর ব্যাট ঢুকিয়ে নিয়েছেন তিনি। আর বেঙ্গালুরু মহিলা দলের শ্রেয়াঙ্কাকে দেখা যাচ্ছে দু'হাতে নিজের বুকের কাছে ব্যাট জড়িয়ে ধরে রেখেছেন তিনি।
আর এই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, 'সুপারস্টাররা যে ভাবে ব্যাট আগলে রাখেন, তোমরা বোনদেরও এ ভাবেই আগলে রাখো।' যে ছবি দেখে স্বাভাবিক ভাবেই মন মজেছে সকলের। লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা বয়ে গিয়েছে আরসিবির এই পোস্টে।