ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনেক। এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিয়েছে আরসিবি। এরপরই অবসর ঘোষণা করেছেন দীনেশ কার্তিক। কার্তিককে নিয়ে এক আবেগঘন ভিডিয়ো শেয়ার করল আরসিবি। ওই ভিডিয়োতে কার্তিকের বিভিন্ন মুহূর্তের কথা শেয়ার করেন বিরাট কোহলি। কাঁদতে দেখা যায় কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকলকে।
দীনেশ কার্তিকের সঙ্গে 'চ্যাম্পিয়ন্স ট্রফি'-তে দেখা হয় বিরাট কোহলির। বিরাট কোহলি জানান, দীনেশ কার্তিকের সঙ্গে ঘর শেয়ার করেছিলেন তিনি। সেই প্রথম কার্তিকের সঙ্গে তাঁর পরিচয় বলে জানিয়েছেন বিরাট। বিরাটের মতে, "দীনেশ কার্তিক প্রতিভাবান। প্রথম দিন ঠিক যেমন খেলতেন, এখনও তেমন। ওর ব্যাটিংয়ে কোনও পরিবর্তন হয়নি।"
কার্তিকের ক্রিকেট কেরিয়ারের অনেক ঘটনা শেয়ার করেন তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকল। ক্রিকেট ছেড়ে দেবেন ভেবেছিলেন। এরপর কামব্যাক করে দুরন্ত পারফরম্যান্স। জীবনের কঠিন দিনগুলির কথা মনে করে কেঁদে ফেলেন দীপিকা।