বৃহস্পতিবার নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের সবথেকে নিচে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে তিন নম্বরে আছেন প্যাট কামিন্সরা। বৃহস্পতিবার ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সানরাইজার্স।
এই মরশুমে দারুণ ছন্দে আছেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। এবারই তাঁরা স্কোরবোর্ডে তিনবার ২৫০-এর বেশি রান তুলেছে। তার মধ্যে তিন ম্যাচেই জয় এসেছে। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স। বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৮৭ রান তোলে সানরাইজার্স। যা আইপিএল ইতিহাসে নজির। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৫০ রানের গণ্ডি পার করে সানরাইজার্স। ফর্মে আছেন অভিষেক শর্মা ও ট্রেভিস হেড। গত ম্যাচে রান পেয়েছেন শাহবাজ আহমেদ। বৃহস্পতিবার ফের তাঁদের প্রতিপক্ষ বিরাটরা। ঘরের মাঠে আরও একবার নতুন রেকর্ড গড়তে পারে সানরাইজার্স।
পয়েন্ট টেবিলের একদম শেষে রয়েছে আরসিবি। কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচে শেষ ওভারের শেষ বলে গিয়ে হারতে হয়েছে। ব্যাটাররা রান করলেও পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব নিতে পারছেন না। এখনও পর্যন্ত ৩৭৯ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট কোহলি। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতাই ভোগাচ্ছে। প্রত্যেক ম্যাচে বোলিং শক্তিও আরও সুসংবদ্ধ করে আক্রমণ করতে চাইছে আরসিবি। বৃহস্পতিবার থেকেই তা শুরু করতে চাইছে টিম।