টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ বদল হবে। কিন্তু যে তাড়াহুড়ো বোর্ডের অন্দরে লক্ষ্য করা যাচ্ছে, তাতে মনে হচ্ছে নতুন কোচ নিয়েই হয়তো রোহিত শর্মারা বিশ্বকাপ খেলতে যাবেন। প্রথম শোনা গিয়েছিল টিম ইন্ডিয়ার নতুন কোচ হতে পারেন স্টিফেন ফ্লেমিং। এবার উঠে আসছে রিকি পন্টিংয়ের নাম। বোর্ডের একটি সূত্রে দাবি করা হয়েছে, এসব জল্পনা মাত্র।
একটি মরশুমে তিনি ছিলেন ক্রিকেটার। বাকি মরশুম থেকে চেন্নাইকে কোচিং করিয়েছেন স্টিফেন ফ্লেমিং। সোমবারই তাঁর নামে জল্পনা তৈরি হয়েছিল। মুম্বইয়ে খবর হয়, এই ব্যাপারে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরামর্শ নিয়ে ফ্লেমিংয়ের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন বোর্ড কর্তারা।
কিন্তু আটচল্লিশ ঘণ্টার মধ্যেই এবার ভেসে উঠল রিকি পন্টিংয়ের নাম। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে ঘিরে আগ্রহ রয়েছে বোর্ডের একাংশে। তাদের একটা বড় অংশ চাইছে রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরি হতে পারেন পন্টিং। কারণ, তাঁর বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এমনকী দিল্লির কোচ হওয়ার ফলে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন।
কিন্তু পন্টিংয়ের হাত ধরে ভারতীয় ক্রিকেটে ফের চ্যাপেলের সময় ফিরে আসবে না তো ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বোর্ডের অন্দরে। তাই ভারতের কোচ নির্বাচন নিয়ে আপাতত ধীরে চলতে চাইছে বোর্ড।