সিনিয়রদের ব্যাট যেন তাঁর কাছে লাকি চার্ম। তিনি রিঙ্কু সিং। এর আগে বিরাট কোহলি তাঁকে দু'বার নিজের ব্যাট নিয়েছেন। এবার রিঙ্কু ব্যাটের আবদার করলেন আরও এক সিনিয়রের কাছে। ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে এবার অধিনায়কের কাছেই ব্যাটের আবদার করলেন রিঙ্কু।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে নামবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি আর রোহিত শর্মা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এই টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক করা হয়েছে সূর্য কুমার যাদবকে। মাঠে নামার আগে এবার রিঙ্কু ব্যাট চাইলেন সূর্য কুমারের কাছেই। এই প্রস্তাবে রাজি হয়েছেন সূর্য কুমারও।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একটি স্টোরি দিয়েছেন 'স্কাই'। সেখানে লেখা 'গডস প্ল্যান। ঠিক আছে ব্যাট নিয়ে নিও।' আর সেই ইন্সটা স্টোরিটি রিঙ্কুও নিজের প্রোফাইলে শেয়ার করে লিখেছেন, 'দে দো ভাইয়া ব্যাট।' সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এই দুই ছবি।