দলীপ ট্রফিতে সুযোগ পেলেন রিঙ্কু সিং। দলীপের দ্বিতীয় রাউন্ডে তাঁকে মাঠে দেখা যাবে বলেই খবর। শোনা যাচ্ছে, রিঙ্কু সিং ইন্ডিয়া-বি টিমে জায়গা পাচ্ছেন। অর্থাৎ অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে দলীপের জার্সি গায়ে গলাবেন রিঙ্কু।
দলীপ ট্রফির প্রথম রাউন্ডে চারটি দলের কোনওটিতেই জায়গা পাননি রঙ্কু। সবাই যখন দলীপ খেলছিলেন তখন উত্তরপ্রদেশ টি-২০ লিগে মীরাট মাভেরিকসকে নেতৃত্ব দিচ্ছিলেন রিঙ্কু সিং। কিন্তু প্রথম রাউন্ডে জায়গা না হলেও, দ্বিতীয় রাউন্ডে খেলতে দেখা যাবে রিঙ্কুকে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সিরিজের আগে অনুষ্ঠিত হয়েছে দলীপ ট্রফি। এই ট্রফির জন্য ইন্ডিয়া-এ, ইন্ডিয়া-বি, ইন্ডিয়া-সি ও ইন্ডিয়া-ডি— এই চারটি দল নির্বাচন করা হয়েছে। এই ঘরোয়া টুর্নামেন্টে দেখা গিয়েছে শুভমন গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর পটেলের মতো জাতীয় দলের ক্রিকেটারদেরও।
ইতিমধ্যেই বাংলাদেশ সিরিজের জন্য প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে এই টেস্ট স্কোয়াডে থাকা প্লেয়ারদের দলীপের প্রথম রাউন্ডের খেলার পরই রিলিজ করে দেওয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড। ফলে দলীপ ট্রফির চারটি স্কোয়াডেই বেশ কিছু পরিবর্তন হল।