আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেশের জার্সি পরে অভিষেক। রবিবার কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যানের দিকে নজর ছিল গোটা দুনিয়ার। ২১ বলে ৩৮ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ৩টি ছয় ও ২টি বাউন্ডারি। ম্যাচের সেরাা নির্বাচিত হন রিঙ্কু। এই স্বপ্নের অভিষেকের পর কী বললেন উত্তরপ্রদেশের ব্যাটসম্যান।
আলিগড় থেকে বড় হয়ে টিম ইন্ডিয়ার জার্সি পরার এই সফর সহজ ছিল না। ম্যাচের সেরা খেতাব হাতে নিয়ে রিঙ্কু জানান, কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। গত ১০ বছর এই মুহূর্তের জন্যই তিনি অপেক্ষা করছিলেন। বললেন, "দেশের হয়ে প্রথম ব্যাট করতে নেমেই ম্যাচের সেরা। আমার থেকে খুশি আর কেউ নয়।
রিঙ্কুর ব্যাটে ভর করে ১৮৫ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও জিতে ফেলে। রিঙ্কু বলেন, "আইপিএলের মতোই পারফরম্যান্স করতে চেয়েছিলাম। আত্মবিশ্বাসী ছিলাম। শান্ত থাকতে চেয়েছিলাম।"