কেকেআরের বেগুনি জার্সি থেকেই স্বপ্নের সফর শুরু। আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের জার্সিতেও খেলতে নেমেছেন রিঙ্কু সিং। এখন T20 দলে ভারতীয় দলে প্রথম পছন্দ। সামনে T20 বিশ্বকাপ। কেকেআরের একটি পোডকাস্টে অনেক বিষয় নিয়েই খোলামেলা জবাব রিঙ্কুর। নিজের ট্যাটুর রহস্যও ফাঁস করলেন রিঙ্কু। জানালেন, ভূতেও ভয় পান তিনি। আর কীসে ভয় পান তিনি। রিঙ্কু জানিয়েছেন, তাঁর বাদরে ভয়। একটাই বাঁদর তাঁকে ৬ বার কামড়েছে।
গত মরশুমে গুজরাত টাইটান্সের বোলার যশ দয়ালের ডেলিভারিতে পাঁচটি ছয় আসে রিঙ্কুর ব্যাটে। এরপর থেকেই লাইম লাইটে রিঙ্কু সিং। ৮০ লক্ষ টাকায় কেকেআরে যোগ দেন তিনি। রিঙ্কু কেকেআরের ইউটিউব পোডকাস্টে জানিয়েছেন, ওই টাকা তাঁর জীবনকে পাল্টে দিয়েছিল। এরপরই নিজের হাতে একটি ট্যাটু করান রিঙ্কু। কী লেখা আছে তাঁর ওই ট্যাটুতে! রিঙ্কু জানিয়েছেন, আইপিএল নিলামে ওই টাকা পাওয়ার পর তাঁর পরিবারের অনেক উপকার হয়। রিঙ্কু জানান, এরপরই তাঁর হাতে একটি গোলাপ, একটি শান্তির প্রতীক ও 'ফ্যামিলি' শব্দটি লিখে একটি ট্যাটু করেন।
সম্প্রতি বিরাট কোহলি তাঁকে ব্যাট উপহার দিয়েছিলেন। সেই ব্যাট ভেঙে যাওয়ায় ফের ব্যাট চাইতে যান রিঙ্কু। রিঙ্কু ও বিরাটের কথোপকথন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পোডকাস্টে সেই বিরাট কোহলির ব্যাটিং মিমিক্রিও করতে দেখা যায় রিঙ্কুকে।