গতবছর শেষদিকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। আইপিএলে কেকেআরের হয়ে দুর্ধর্ষ ফর্মেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিঙ্কু সিংয়ের বাবার একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, তাঁর বাবা কানচাঁদ সিং উত্তরপ্রদেশের আলিগড়ে এলপিজি সিলিন্ডার ডেলিভারি করছেন।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন রিঙ্কুও। ফ্রি প্রেস জার্নালে রিঙ্কু জানান, তিনি বাবাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি জানান, আর সিলিন্ডার ডেলিভারি করতে হবে না। কিন্তু বাবা নিজের পেশাকে ভালবাসেন। তাই কাজ ছাড়েননি। রিঙ্কুর মতে, "কেউ যদি জীবনের অনেকটা জুড়ে কোনও কাজ করে যান, তা তাঁকে ছাড়ানো কঠিন। যদি তিনি নিজে না ছাড়েন।"
আইপিএলে গতবছর থেকেই অন্যতম নাম রিঙ্কু সিং। এই মরশুমেও কেকেআর তাঁকে ৫৫ লক্ষ টাকায় ধরে রেখেছে।