গত মরশুমে গুজরাত টাইটান্স ম্যাচে KKR হয়ে ব্যাট হাতে নজর কাড়েন রিঙ্কু সিং। তখন থেকেই শাহরুখ খানের অন্যতম প্রিয়। রিঙ্কুর পাশে থাকার চেষ্টা করেছিলেন বাদশা। এক বছর পরেও রিঙ্কু এসআরকে-র অন্যতম প্রিয় পাত্র।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রিঙ্কু। ওই ছবিতে রিঙ্কুর পরিবার সদস্যদের সঙ্গে দেখা যায় কিং খানকে। রিঙ্কুর বাবা-মায়ের সঙ্গে দেখা যায় রিঙ্কুর বোনকেও। রিঙ্কু জানান, বাবা-মা খেলা দেখতে ইডেনে এসেছেন শুনে শাহরুখ স্যার নিজেই দেখা করতে চান। কেকেআরের মালিকের আন্তরিকতায় মুগ্ধ রিঙ্কু।
গতবছর গুজরাতের বিরুদ্ধে রিঙ্কুর ইনিংসের পর শাহরুখ ফোন করেন রিঙ্কুকে। রিঙ্কুর বিয়েতে গিয়ে নাচার প্রতিশ্রুতি দেন, জানান রিঙ্কু।