IPL Auction : লখনউয়ের ঝুলিতে ২৭ কোটির ঋষভ, আইপিএলের নিলামে বাকি প্রাপ্তি কী ?

Updated : Nov 25, 2024 12:48
|
Editorji News Desk

টাকা খরচ হল। কিন্তু শপিংয়ে মন ভরল না। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের প্রথম দিন সৌদি আরবের জেড্ডার গতি-প্রকৃতি দেখে এমনটাই মনে করছেন ক্রিকেট পন্ডিতরা। প্রাপ্তি ভারতের মিলিয়ন ডলার ক্রিকেটের ইতিহাসে ঋষভ পন্থের ইতিহাস। এই মরশুমে তাঁকে ২৭ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে লখনউ সুপার জায়েন্ট। মাত্র ২০ মিনিটের শ্রেয়স আইয়ারে ২৬.৭৫ কোটি টাকার রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের এই উইকেট কিপার। 

পার্থে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। এখনও পর্যন্ত সেরা পাঁচের তালিকা এই রকম। ২৭ কোটির ঋষভ লখনউ সুপার জায়েন্টে। ২৬.৭৫ কোটির শ্রেয়স আইয়ার পঞ্জাব সুপার কিংসে। প্রথমে ছেড়ে দিয়ে আবার ২৩ কোটির বেশি টাকা খরচ করে ভেঙ্কটেশ্বর আইয়ারকে ফের কিনেছে কলকাতা। আর্শদীপ সিং এবং যজুবেন্দ্র চাহালকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছে প্রীতি জিন্টার পঞ্জাব সুপার কিংস। 

প্রথম দিনে মোট খরচ হয়েছে ৪৬৭.৯৫ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করে সবচেয়ে কম ক্রিকেটার কিনেছে বেঙ্গালুরু। তাদের ব্যয় হয়েছে ৩০.৬৫ কোটি টাকা। ক্রিকেটার কিনেছেন মাত্র হাফ ডজন। এরমধ্যে কেন লোকেশ রাহুলকে তারা কিনল না, সেই প্রশ্ন উঠেছে। 

সাড়ে বাইশ কোটি টাকা খরচ করে প্রথম দিনেই কার্যত দল গুছিয়ে নিয়েছে রিকি পন্টিংয়ের পঞ্জাব। নিলাম থেকে তাদের ঝুলিতে ১০ ক্রিকেটার। ঋষভ পন্থ ছাড়াও মিচেল মার্শকে দলে নিয়ে ঝুলি ভরিয়েছে লখনউ সুপার জায়েন্ট। ঘরের দল চেন্নাইয়ে ফিরেছেন রবিচন্দ্রণ অশ্বিন। নতুনদের মধ্যে কলকাতা প্রাপ্তি দক্ষিণ আফ্রিকার নকিয়া এবং কুন্টন ডি কক। 

IPL 2025

Recommended For You

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!
editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও