ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের প্রথম দিন সৌদি আরবের জেড্ডার গতি-প্রকৃতি দেখে এমনটাই মনে করছেন ক্রিকেট পন্ডিতরা। প্রাপ্তি ভারতের মিলিয়ন ডলার ক্রিকেটের ইতিহাসে ঋষভ পন্থের ইতিহাস। এই মরশুমে তাঁকে ২৭ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে লখনউ সুপার জায়েন্ট। মাত্র ২০ মিনিটের শ্রেয়স আইয়ারে ২৬.৭৫ কোটি টাকার রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের এই উইকেট কিপার।
পার্থে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের মধ্যেই চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। এখনও পর্যন্ত সেরা পাঁচের তালিকা এই রকম। ২৭ কোটির ঋষভ লখনউ সুপার জায়েন্টে। ২৬.৭৫ কোটির শ্রেয়স আইয়ার পঞ্জাব সুপার কিংসে। প্রথমে ছেড়ে দিয়ে আবার ২৩ কোটির বেশি টাকা খরচ করে ভেঙ্কটেশ্বর আইয়ারকে ফের কিনেছে কলকাতা। আর্শদীপ সিং এবং যজুবেন্দ্র চাহালকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছে প্রীতি জিন্টার পঞ্জাব সুপার কিংস।
প্রথম দিনে মোট খরচ হয়েছে ৪৬৭.৯৫ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ করে সবচেয়ে কম ক্রিকেটার কিনেছে বেঙ্গালুরু। তাদের ব্যয় হয়েছে ৩০.৬৫ কোটি টাকা। ক্রিকেটার কিনেছেন মাত্র হাফ ডজন। এরমধ্যে কেন লোকেশ রাহুলকে তারা কিনল না, সেই প্রশ্ন উঠেছে।
সাড়ে বাইশ কোটি টাকা খরচ করে প্রথম দিনেই কার্যত দল গুছিয়ে নিয়েছে রিকি পন্টিংয়ের পঞ্জাব। নিলাম থেকে তাদের ঝুলিতে ১০ ক্রিকেটার। ঋষভ পন্থ ছাড়াও মিচেল মার্শকে দলে নিয়ে ঝুলি ভরিয়েছে লখনউ সুপার জায়েন্ট। ঘরের দল চেন্নাইয়ে ফিরেছেন রবিচন্দ্রণ অশ্বিন। নতুনদের মধ্যে কলকাতা প্রাপ্তি দক্ষিণ আফ্রিকার নকিয়া এবং কুন্টন ডি কক।