গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ। জানা গিয়েছে, মারাত্মক চোট পেয়েছেন তিনি। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
উত্তরাখণ্ড থেকে দিল্লি ফেরার সময় রুরকি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে ঋষভের গাড়ি। গাড়িটি পুড়ে গিয়েছে। ঋষভ পন্থ কতটা চোট পেয়েছেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: অতটা গুরুতর নয় পন্থের চোট, প্রাথমিক পর্যবেক্ষণের পর জানাল হাসপাতাল
সূত্রের খবর, পাস্টিক সার্জারি করতে হবে। প্রাথমিক ভাবে রুরকি সিভিল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দিল্লির হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হবে।