গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পথে দুর্ঘটনা (Car Accident Rishabh Pant)। রুরকির নারশান সীমান্তে দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনা হয়। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারে ঋষভ পন্থের বিএমডব্লিউ গাড়ি। গাড়িতে আগুন লেগে যায়। জানলার কাঁচ ভেঙে বেরোতে হয় তাঁকে।
সদ্য শ্রীলঙ্কা সিরিজে দলঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে জায়গা পাননি ঋষভ পন্থ। শুক্রবার সকালে উত্তরাখণ্ড থেকে দিল্লির বাড়িতে ফিরছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ওই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রাস্তায় দাউদাউ করে জ্বলছে BMW, ঋষভ পন্থের দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিডিয়ো ভাইরাল
রুরকির প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় ভারতীয় দলের উইকেট কিপারকে। পরে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর কী অবস্থা, তা জানা যায়নি। সূত্রের খবর, প্লাস্টিক সার্জারি করতে হবে তাঁর।