ঘড়িতে তখন ভোর ৫টা ২৭ মিনিট। দিল্লি-দেরাদুন হাইওয়েতে দাউদাউ করে জ্বলছে একটি বিএমডব্লিউ (BMW)। জ্বলন্ত গাড়ি দেখে রাস্তার অন্য লেনের গাড়িগুলিও দাঁড়িয়ে পড়েছে। কেউ আবার ভিডিয়োও করছেন। অবশেষে জানা যায়, সেটি ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি (Rishabh Pant Car Accident)। তেমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিয়োতে দেখা যায়, অন্ধকার রাস্তায় জ্বলছে একটি গাড়ি। যে ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন, তিনি জানতে না, এটি ঋষভ পন্থের গাড়ি। খবর প্রকাশ্যে আসতেই টুইটারে মুহূর্তে ছড়িয়ে পড়ে গাড়িতে আগুন লাগার সেই ভিডিয়ো। যখন এই ভিডিয়ো তোলা হয়, ততক্ষণে উইন্ডস্ক্রিন ভেঙে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন ঋষভ পন্থ।
আরও পড়ুন: দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন, পুলিশকে জানালেন ঋষভ পন্থ
পুলিশ সূত্রে খবর, পন্থের মাথায় ও পিঠে চোট লেগেছে। হাসপাতালের চিকিৎসক সুশীল নগর জানিয়েছেন, পন্থের অবস্থা স্থিতিশীল। প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে দেরাদুনের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।