চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। তাঁর হাঁটুর অস্ত্রোপচার (Surgary) করা হবে। হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার ছাড়া তা সম্ভব নয়। তাঁর চিকিৎসা কীভাবে হবে, সব ঠিক করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI Medical Team) মেডিকেল টিমের সদস্যরা।
দেরাদুন থেকে পন্থকে এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই নিয়ে যাওয়া হবে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে তাঁর চিকিৎসা হবে। বিসিসিআই জানিয়েছে, হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান দীনেশ পারডিওয়ালার নেতৃত্বে চিকিৎসা হবে পন্থের।
আরও পড়ুন: ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়, মেসিকে গার্ড অফ অনার পিএসজি-র সতীর্থদের
ঋষভ পন্থের সব চিকিৎসাই বোর্ডের নজরদারিতে হচ্ছে। আগামী দিনেও তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখবে বিসিসিআই। এমন কী তাঁর পরিবারের কথাও শোনা হচ্ছে না। কোন পদ্ধতিতে চিকিৎসা হবে, তাও ঠিক করে দিচ্ছে বোর্ডের মেডিকেল টিম।