আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থই। দিল্লি টিমের সঙ্গে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। তখনই জানা গিয়েছিল, নেতা হবেন ঋষভ পন্থই। এবার সেই খবর নিশ্চিত করলেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল। তবে শুরু থেকে উইকেট কিপিং করবেন না ঋষভ।
শুক্রবার দিল্লি টিমের মালিক পার্থ জিন্দাল জানিয়ে দিয়েছেন, প্রথম ৬-৭টি ম্যাচে শুধু ব্যাটার হিসেবে ঋষভ পন্থকে খেলানো হবে। সেই সময় ঋষভ কিপিং করবেন না। পরিস্থিতি বুঝে তাঁকে ব্যবহার করা হবে।
আরও পড়ুন: রাঁচিতে অভিষেক, ৩ বলে ২ উইকেট তুলে নজর কাড়লেন বাংলার আকাশদীপ
২০২২ সালের ডিসেম্বর ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হন ঋষভ পন্থ। এবার আইপিএলে কামব্যাক করবেন তিনি। তাঁর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা।