আসন্ন আইপিএলে ফের দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে ২২ গজে দেখা যাবে টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে। এমনটা আভাস দিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসে ফিরে আসা দলের জন্য দারুণ খবর। ঋষভ চোটের কারণে প্রায় ১৭ থেকে ১৮ মাস প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। আশা করা যাচ্ছে দ্রুত ছন্দে ফিরে পাবেন তিনি।
আরও পড়ুন - বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে কারা রয়েছেন? কত টাকাই বা পাচ্ছেন তাঁরা? রইল তালিকা
দুর্ঘটনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। একাধিক সার্জারির পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। বর্তমানে মাঠে ফেরার জন্য আক্লান্ত পরিশ্রম করছেন তিনি।