ভারতীয় ক্রিকেটে ১২ নম্বর জার্সি মানে আবেগ। যে নম্বর চোখের সামনে আসলেই ভাসে যুবরাজ সিংয়ের মুখ। প্রতিপক্ষকে চাপে রাখতে যার জুড়ি মেলা ভার। ২০০৭ সালের উদ্বোধনী টি-টিয়েন্টি ম্যাচে যার ছয় বলে ছয়টি ছক্কা সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। এবার সেই ১২ নম্বরের আইকনিক জার্সি পাচ্ছেন ভারতীয় সিনিয়র দলের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগ।
জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এই দলের নেতৃত্বে রয়েছেন ভারতীয় দলের তরুণতুর্কি শুভমন গিল। দলে রয়েছেন আইপিএলের নজর কাড়া পারফর্মার অভিষেক শর্মাও। এই দলের হয়ে প্রথম বার সিনিয়র দলের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে গলাবেন রিয়ান পরাগ। আর সেই জার্সির নম্বর হতে চলেছে যুবির আইকনিক ১২ নম্বরের।