অবশেষে বোর্ড সভাপতির দায়িত্ব নিলেন রজার বিনি (Roger Binni)। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের নেতৃত্বে চলবে বিসিসিআই। সচিব থাকলেন জয় শাহ। ২০১৯ সালে বোর্ড সভাপতি পদে দায়িত্ব পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ৩৬তম সভাপতি হলেন রজার বিনি।
মঙ্গলবার বোর্ডের বার্ষিক সভা। সেখানেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন রজার বিনি। আগামী ২০ অক্টোবর আইসিসি নির্বাচনে (ICC) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন বোর্ডের সভায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা আছে। ১১ নভেম্বর-১৩ নভেম্বর- মেলবোর্নে আইসিসি বোর্ড বৈঠকে বসবে। প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বোর্ড পাঠাবে কিনা, এখন তারই অপেক্ষা।
আরও পড়ুন: বিসিসিআইয়ের বার্ষিক সভায় হঠাৎ হাজির সৌরভ, ফের নয়া জল্পনার ইঙ্গিত ক্রিকেট মহলে
সৌরভকে বোর্ড সভাপতি পদ থেকে বাদ দেওয়া নিয়ে অনেক চাপানউতর চলেছে। সচিব পদে জয় শাহ থাকলে, কেন বাদ পড়লেন সৌরভ, তা নিয়েও উঠেছে গুঞ্জন। রাজনৈতিক মহলও সৌরভের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছে। এবার বোর্ডের পক্ষ থেকে আইসিসি পদের জন্য কাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হবে, তা জানতে অপেক্ষা করতে হবে।