ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার (Australia) চক্রব্যূহ ভেঙে কার্যত খান খান করে দিয়েছে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) টিম। একদিকে রোহিতের সেঞ্চুরি, অন্যদিকে অলরাউন্ডার জাদেজার দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে এক ইনিংসে বড় জয় ছিনিয়ে নিয়েছে ভারত (India)।
ম্যাচে এগিয়ে যাওয়ার পরেই মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা। দুর্দান্ত পারফরমেন্সের পর রোহিত জানিয়েছেন, ভারতীয় দলের স্পিন বিভাগ বেশ ভাল। তবে, পেসারদের জন্যও নাগপুরের এই পিচ একটি টার্নিং পয়েন্ট ছিল। দলের সবাইকে ফুটওয়াক ঠিক রাখার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন- ম্যাচের সেরা হয়েও শাস্তি, মলম বিতর্কে জাদেজাকে কত টাকা জরিমানা করল আইসিসি!
তাঁর কথায়, ব্যাটিংয়ের ক্ষেত্রে সঠিক বলের জন্য অপেক্ষা করতে হয়েছে। বিপক্ষের বোলারদের চাপে রাখতে পেরেছিল টিম। নাগপুরে প্রথম টেস্ট জয়ের পর জয়ের মন্ত্র জানালেন অধিনায়ক রোহিত।