এক ম্যাচে পর পর দু বার সুপার ওভার। বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টিতে যা ব্যতিক্রম নয়। কিন্তু বুধবারের চিন্নাস্বামীতে ব্যতিক্রম হল দুবারই ভারতের হয়ে ব্যাট করতে নামলেন অধিনায়ক রোহিত শর্মা। তাহলে কী তিনি নিয়মভঙ্গ করেছেন ? কারণ, আইসিসির নিয়ম বলছে, কোনও ব্যাটার একবার আউট হলে, তিনি আর ব্যাট করতে পারবেন না।
কিন্তু মজার ঘটনা হল, রোহিত আউট হয়েছেন বটে, কিন্তু আফগানরা তাঁকে আউট করতে পারেননি। প্রথম সুপার ওভারের সময় তিনি অবসৃত হয়ে মাঠে ছেড়েছিলেন। তারপর আবার ব্যাট করতে ফিরে এসেছিলেন। এই প্রশ্ন আম্পায়রদের কাছে করেছিলেন আফগান অধিনায়ক ইব্রাহিম জারদান।
দুই ফিল্ড আম্পায়র আফগান অধিনায়ককে জানান, রোহিত অবসৃত হয়েছিলেন, তাঁকে কোনও আফগান আউট করেননি। তাই রোহিতের ব্যাট করতে কোনও অসুবিধা নেই। ইনিংস ব্রেকের সময় মাঠে এসে এই নিয়ম আম্পায়রদের থেকে জেনে যান ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও।