মুম্বই একটাই পরিবার। এই বার্তা দেওয়ার আগেই চেষ্টা করেছিল মুম্বই টিম। এবার সমর্থকদের এই বার্তা দিলেন দলের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। প্র্যাকটিস ম্যাচের আগে আলিঙ্গন করলেন একে অপরকে।
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রোহিত শর্মা প্র্যাকটিস ম্যাচে যোগ দিয়েছেন। সেখানেই মুখোমুখি হন হার্দিক এবং রোহিত।
আরও পড়ুন - অধিনায়ক হিসেবে চাপে পড়তে পারেন হার্দিক, মনে করছেন টম মুডি
দেখা যায়, রোহিতকে দেখে এগিয়ে যান হার্দিক। হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। পরস্পরকে জড়িয়ে ধরেন। দু'জনকেই বেশ হাসি মুখে কথা বলতেও দেখা যায়। যা দেখে বোঝাই যাচ্ছে একসঙ্গেই রয়েছে মুম্বই পরিবার।