মহেন্দ্র সিং ধোনির পর প্রথম ভারত অধিনায়ক। রোহিত শর্মার নেতৃত্বে প্রথম T20 ক্রিকেটে বিশ্বজয় টিম ইন্ডিয়ার। জয়ের পর স্ত্রী রিতিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হিটম্যান।
এবার বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন হিটম্যান। তাঁর ব্যাট থেকে এসেছে ২৫৭ রান। গড় ৩৬.৭১। স্ট্রাইক রেট ১৫৬.৭০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ইনিংসেই সেমিফাইনালে ওঠে ভারত। দরকার ছিল বিশ্বজয়ের। এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই কাজটাই করতে পেরেছেন অধিনায়ক রোহিত। ম্যাচের পর তাই আবেগ চেপে রাখতে পারেননি তিনি। ডাগআউটে স্ত্রী রিতিকাকে জড়িয়ে ধরেন তিনি। রোহিতকে শান্ত করার চেষ্টা করেন রিতিকা।
T20 ফরম্যাটে দুরন্ত পারফরম্যান্স রোহিত শর্মার। ১৫৯টি ম্যাচে তাঁর রান ৪২৩১। দেশের হয়ে এই ফরম্যাটে দুবার বিশ্বজয়ের রেকর্ড তাঁর দখলে। সবথেকে বেশি সেঞ্চুরিরও রেকর্ড তাঁর। অধিনায়ক হিসেবে এবার দেশকে ট্রফি এনে দিলেন রোহিত।