একদিনের ক্রিকেটে নজির রোহিত শর্মার । ১০ হাজার রান পূরণ করলেন ভারতীয় অধিনায়ক ।
মঙ্গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত । টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা । শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন । প্রথম থেকেই ভাল খেলছেন রোহিত । তাই সময় লাগল না বেশিক্ষণ, সপ্তম ওভারের পঞ্চম বলেই ১০ হাজার রানের মাইলস্টোন পেরোলেন তিনি । ছক্কা হাঁকিয়ে ভারতের ষষ্ঠ ও বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে এই রান পূরণ করলেন রোহিত ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে । শার্দুলের জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেল। ফলে তিন স্পিনার নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করবে ভারত ।
মঙ্গলবার যে টিম জিতবে তাদের সংগ্রহে ৪ পয়েন্ট থেকে যাবে। ভারতের রানরেট এখন ৪.৫৬০ অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের রানরেট ০.৪২০, যা ভারতের থেকে অনেকটাই কম।