বিশ্বকাপের (ODI World Cup 2023) জন্য ১৮ জনকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে বাদ দিতেই হবে ৩ জনকে। এটাই ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোন তিন সতীর্থকে বাদ দেবেন রোহিত! নিজের বিশ্বকাপে বাদ পড়ার উদাহরণ দেবেন, এমনই জানালেন রোহিত শর্মা। ২০১৯ সালে তাঁর বিধ্বংসী ফর্মই এবার বিশ্বকাপে ফেরাতে চান। জানালেন ভারত অধিনায়ক (Indian Captain)।
২০১১ বিশ্বকাপে বাদ পড়েছিলেন। সেবারই ঘরের মাঠে বিশ্বকাপ জেতে ভারত। সেই স্মৃতি এখনও টাটকা ক্ষত রোহিতের কাছে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত জানান, ওই বিশ্বকাপে তাঁর মন ভেঙে গিয়েছিল। সব সময় বিপক্ষ, পিচ, শক্তির কথা ভেবে দল তৈরি হয়। সব সময় নিখুঁত হয়, এমন নয়। সিদ্ধান্ত নিতেই হয়। ভুল হতেই পারে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে চোট ম্যাক্সওয়েলের, উইলিয়ামসনকে ২ সপ্তাহ সময় বেঁধে দিল বোর্ড
অধিনায়কের পছন্দ-অপছন্দ গুরুত্ব পাবে না। সাফ জানিয়ে দিয়েছেন রোহিত। রোহিত জানান, আমি কাউকে পছন্দ করি না বলে দলে নিলাম না, এমনটা হবে না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যুবরাজ তাঁকে ডিনারে নিয়ে গিয়েছিলেন। জানিয়েছেন, সামনে অনেক বছর পড়ে আছে। একদিন ঠিক বিশ্বকাপে খেলবেন। আশ্বাস দেন যুবি। স্মৃতিচারণ করলেন রোহিত শর্মা।