১৭ বছর পর বিশ্ব জয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত সেরা টিম ইন্ডিয়া। এর পিছনে রয়েছে তিনটি স্তম্ভ। মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। বার্বেডোজের এই সাফল্যের পিছনে রোহিত মনে করেন, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, প্রধান নির্বাচক অজিত আগরকর এবং বোর্ড সচিব জয় শাহই ছিলেন তিন স্তম্ভ। এই ত্রয়ী ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে নিতে পেরেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছেন, তাঁর স্বপ্ন ছিল দলকে বদলে দেওয়ার। সেই স্বপ্নে তিনি সফল। কারণ, রান-পরিসংখ্যান এই সব নিয়ে তিনি ভাবতে চাননি। এমনকী ভাবতে চায়নি তাঁর দলও। আর সেই কারণে সাফল্য এসেছে টি-টোয়েন্টির মঞ্চে।
মাঠে ক্রিকেটাররা। আর মাঠের বাইরে তাঁকে সাহায্য করে এগিয়ে এসেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। রোহিতের দাবি, কোচ দ্রাবিড় না থাকলে এই সাফল্য আসত না। আর দলের বাইরে থেকে ক্রিকেটারদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকর এবং বোর্ড সচিব জয় শাহকেও।
অধিনায়ক জানিয়েছেন, গোড়া থেকে বিশ্বকাপে দুরন্ত খেলেছে টিম ইন্ডিয়া। আর প্রতি ম্যাচে দলকে বাইরে থেকে সমর্থন করেছেন আগারকর এবং শাহ। রোহিতের সংযোজন, প্রতি ম্যাচের পরেই পরের ম্যাচের জন্য না ভেবে, তাঁদের ফোকাস ছিল ওই সময়টাকে উপভোগ করা। কারণ, এই অনুভূতি সবসময় পাওয়া যায় না। তাই, বার্বেডোজে ঠিক সময়ে তাঁরা কাপ তুলতে পেরেছিলেন বলেই দাবি রোহিত শর্মার।