এবার আইপিএলের মেগা নিলাম বসছে ডিসেম্বরে। এবার মেগা নিলামে উঠতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। তখনই বোঝা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত শর্মা। দলের অন্দরের খবর, ইতিমধ্যেই দল ছাড়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষকে জানিয়েছেন রোহিত।
জানা গিয়েছে, রোহিতকে কেনার জন্য ইতিমধ্যেই অনেক ফ্র্যাঞ্চাইজি তৈরি। অনেক বড় ফ্র্যাঞ্চাইজিই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কথাও বলেছে। দলের অন্দরে রোহিত ও হার্দিকের মনোমালিন্য সবারই জানা। তাই রোহিত যে ছাড়বেন, তা জানাই ছিল।
মেগা নিলামে একটি ফ্র্যাঞ্চাইজি কতগুলি প্লেয়ার ধরে রাখতে পারবে, তা জানা যায়নি। যদি ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারে, তা হলে মুম্বই ইন্ডিয়ান্স হয়তো রোহিতকে ধরে রাখতেও পারে। তবে রোহিত হয়তো নিজেই মুম্বই ছাড়তে চাইছেন। তবে নিলামে তাঁর দর কত উঠবে, তা নিয়েও ক্রিকেটমহলে জোর চর্চা চলছে।
রোহিতকে সরাসরি নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে পঞ্জাব কিংস। এত বছর ধরে এখনও কোনও আইপিএল ট্রফি জিতে পারেনি পঞ্জাব কিংস। সদ্য সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অধিনায়ক শিখর ধাওয়ানও। তাই রোহিতকে দলে নিয়ে প্রথম ট্রফি জিততে চাইছে প্রীতি জিন্টার দল।
বর্তমানে রোহিত শর্মার বয়স ৩৭ বছর। তবে T20 বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তাই রোহিতের অভিজ্ঞতায় আস্থা রাখতে চাইছে আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি।