তাঁকে ২০২৪ T20 বিশ্বকাপে ভাবছে না বোর্ড। বিরাট কোহলির পাশাপাশি তাঁকেও বাদের তালিকায় রেখেছেন জাতীয় দলের নির্বাচকরা। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে কিন্তু ভারতীয় দলে খেলতে চান রোহিত শর্মা। নিজেই এই ইচ্ছের কথা জানিয়েছেন রোহিত।
আমেরিকায় এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নে রোহিত জানান, তিনি আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে T20 বিশ্বকাপে অনেক কিছু চান তিনি। আমেরিকায় সবাই এই বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত বলেও মনে করেন রোহিত। তিনিও ওই বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন। নির্বাচকদের বার্তা দিলেন রোহিত।
আরও পড়ুন: ময়দানে একই দিনে নামতে পারছে না তিন প্রধান, সরতে পারে ইস্টবেঙ্গল ও মহমেডানের ম্যাচ
ঘরের মাঠে এবার ওয়ানডে বিশ্বকাপ। অধিনায়কের মাথায় এখন তাই শুধু বিশ্বকাপ নিয়েই ভাবনা। ঘরের মাঠে সেরা একাদশ বেছে নেওয়াই চ্যালেঞ্জ রোহিতের। রোহিত জানান, "শ্রেয়স এখনও সম্পূর্ণ ফিট নয়। আশা করছি, বিশ্বকাপের আগে খেলার মতো জায়গায় চলে আসবে।