এই বছরে আইপিএলে মেগা নিলাম হতে চলেছে। ফলে, একাধিক ক্রিকেটারের দিকে নজর রয়েছে সকলের। এর মধ্যেই জোর জল্পনা, ভক্তরা নাকি বেঙ্গালুরুর জার্সিতে দেখতে চান হিটম্যানকে। যা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রোহিত শর্মা। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক এবি ডি'ভিলিয়ার্স।
কী বললেন এবি ডি?
তাঁর মতে, রোহিত শর্মা যদি বেঙ্গালুরুর জার্সিতে মাঠে নামেন , তাহলে সেটিই হবে টুর্নামেন্টের সবচেয়ে বড় ট্রান্সফার। একই সঙ্গে তিনি জানান, আইপিএলের গত মরশুমে হার্দিক যখন গুজরাত ছেড়ে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন সেই সময় তুমুল চর্চা হয়েছিল। আগামী মরশুমে রোহিত যদি আরসিবিতে যান সেটিও একই রকম চর্চা হবে।
আগামী বছরে আঠারোতে পা দিতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। ২০২৫-এর এই টুর্নামেন্ট ঘিরে রয়েছে বাড়তি চমক। জানা যাচ্ছে, আগামী ২০ ডিসেম্বর বসতে পারে নিলামের আসর। সম্প্রতি রিটেনশন ও নিলামের নতুন নিয়মাবলী প্রকাশ করেছে বিসিসিআই।